মালদা: বিউটি পার্লার তো অনেক দেখেছেন। কিন্তু কখনও দেখেছেন কি ইটালিয়ান সেলুন। ইটের উপর বসে চুল হোক কিংবা দাড়ি কাটাতে হয় এই সেলুনে।
তাই এই সেলুনের নাম ইটালিয়ান। সেই পঞ্চাশের দশক থেকে বহু ইতিহাসকে বহন করে চলেছে মালদা শহরের গৌড় রোড়ে অবস্থিত বিহারী প্রমানিকদের ইটালিয়ান সেলুন। যাকে অনেকে গরিবের পার্লারও বলে থাকেন। যখন শীত তাপ নিয়ন্ত্রিত পার্লারের আবিস্কার হয়নি সেই রেডিওর যুগেও শহরের অনেক বাবুদের নিয়মিত আনাগোনা থাকতো এই সেলুনে। বিহারী বাবুদের ডাক পড়তো ডি এম ,এস পি দের বাংলোতে । আজ সেই সব ইতিহাস। শহরের বুকে বড় বড় পার্লার গড়ে ওঠায় বিক্রি বাটা কমেছে তাদের। প্রায় ৭০ বছর আগে থেকে চলা এই সেলুন এখনও ধরে রেখেছে পুরানো ঐতিহ্য।