জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নদীয়ায়

Social

মলয় দে নদীয়া:-পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নদীয়ায়। এদিন নদীয়ার কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরে উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। লোকসংগীত এর মাধ্যমে জাতীয় ভোটার দিবস সম্পর্কে বিশেষ অনুষ্ঠান করা হয় এদিনের মঞ্চে। এদিন জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলাশাসক এস অরুন প্রসাদ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক এবং ইলেকশন কমিশনের আধিকারিকরা।

ভোট গণতান্ত্রিক অধিকার তাই জাতীয় ভোটার দিবসে নতুন এবং সমস্ত ভোটারদের বিশেষ বার্তা দেয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে। বেশকিছু মানুষ ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন বহু সময় তাদেরকেও ভোট দেওয়ার জন্য বিশেষ বার্তা দেন নদীয়া জেলার জেলাশাসক এস অরুন প্রসাদ।

Leave a Reply