মলয় দে নদীয়া:-নদীয়ার কৃষ্ণগঞ্জের পুটিখালী সীমান্ত থেকে ৭২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ আরশাফ আলী মোল্লা নামে এক পাচারকারীকে গ্রেফতার করলো বি.এস.এফের ১৯৪ নাম্বার ব্যাটেলিয়ানের জওয়ানরা। জানা যায়,গ্রেপ্তার হওয়া আরশাফ আলী মোল্লার বাড়ি ক্যানিংয়ে,বাংলাদেশী বন্ধুর সঙ্গে পুটিখালী সীমান্তে দেখা করে নিষিদ্ধ ফেনসিডিলের বোতল গুলি পাচার করতে গেলে বিএসএফের জওয়ান দের কাছে ধরা পড়ে যায়, কিন্তু তার বন্ধু বাংলাদেশে পালিয়ে যায়,এরপর আরশাফ আলী মোল্লাকে ৭২ টি ফেনসিডিলের বোতল সহ কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে, মঙ্গলবার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসন ধৃতকে আদালতে পাঠায়। অন্যদিকে এই পাচার চক্রের সাথে আর যদি কেউ যুক্ত থাকে তার খোঁজেও তল্লাশি করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
