শ্যামচাঁদ ঘাটে ৩,০০০ প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতি, ১,০০০ ভক্তকে প্রসাদ বিতরণ

Social

মলয় দে নদীয়া:- ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাটে আয়োজন করা হল বিশাল গঙ্গা আরতির, যেখানে প্রায় ৩,০০০ প্রদীপ জ্বালিয়ে এলাকাবাসীরা গঙ্গার পবিত্রতাকে সম্মান জানালেন। এলাকাবাসীদের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও গঙ্গার আরতি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এলাকার মঙ্গল কামনা ও সকলের কল্যাণের জন্য প্রার্থনা করা।

গঙ্গা আরতির পর ভক্তদের জন্য আয়োজন করা হয়েছিল খিচুড়ি প্রসাদ বিতরণের। প্রায় ১,০০০ ভক্ত এই প্রসাদ গ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং স্থানীয় মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম।

শ্যামচাঁদ ঘাটের এই মহতী আয়োজন এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উদ্যোক্তারা।

Leave a Reply