কৃষ্ণনগর শহরে শিশু উদ্যান ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা

Social

সোশ্যাল বার্তা: নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের ২১ ও ২২ নং ওয়ার্ডের ছাত্র যুব বৃন্দের উদ্যোগে রবিবার ৫মবর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো কৃষ্ণনগর শিশু উদ্যান ময়দানে। কর্মসূচিটি সম্পন্ন করতে সহযোগিতা করে জলঙ্গী নদী সমাজ সংগঠন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) কৃষ্ণনগর শহর ৬ নং ইউনিট, কৃষ্ণনগর শহর সংস্থা ও দোকান কর্মচারী সমিতি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং কর্মসূচিটির উদ্বোধন করেন জলঙ্গী নদী সমাজের সদস্যা শ্রীমতী সুদেষ্ণা ঘোষ। শ্রীমতী ঘোষ এর হাত দিয়ে সংগঠকরা একটি আম গাছের চারা রোপণ করেন। সেই ১টি গাছকেই বড় করার দায়িত্ব নিচ্ছেন সংগঠকরা এবং জলঙ্গী নদী সমাজের সদস্যরা যৌথভাবে।

ভারতের গণতান্ত্রিক ফেডারেশনের (DYFI ) এর নেতৃত্বরা সহ এলাকার মানুষরা শহীদ বেদীর পুষ্প অর্পণ করেন,। এই ক্রীড়া প্রতিযোগীতায় শতাধিক ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। কোলকাতার বিসর্গ সংস্থা একটি কৌটো নামে পথ নাটিকা করেন।

সুদেষ্ণা ঘোষ জলঙ্গী নদী সমাজের পক্ষে উদ্বোধনী ভাষণে আগত অগণিত মানুষের কাছে নদী ও পরিবেশ সচেতনতার গড়ে তোলার ও জলঙ্গি নদী সমাজের আন্দোলনে যুক্ত হতে আবেদন রাখেন।

Leave a Reply