মলয় দে, নদীয়া: করোনা ভাইরাস আবহেও আশা কর্মীরা প্রতিনিয়ত নিজেদের জীবনের বাজি রেখে, নিজেদের পরিবারের কথা না ভেবে, প্রতিনিয়ত ছুটে গিয়েছেন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার থেকে করোনা আক্রান্ত পরিবারের বাড়িতেও অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দিতে।
শুক্রবার নদীয়া জেলার বাবলা পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত প্রধান উন্নতি সরদার এর উপস্থিতিতে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বাবলা পঞ্চায়েতে কর্মরত ২১ জন আশা কর্মী কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
আশা কর্মীরা জানান, আজ সত্যিই খুব খুশির দিন এভাবে পঞ্চায়েত প্রধান আমাদের পাশে দাঁড়িয়ে এভাবে অভ্যর্থনা জানাবেন কখনোই ভাবতে পারিনি। করোনা ভাইরাস আবহের প্রথম দিন থেকেই পঞ্চায়েত প্রধান আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন।