মলয় দে নদীয়া:-বাপের বাড়ির সম্পত্তি বিক্রির টাকা নিয়ে নিয়েছে মেয়েরা! এরপর গর্ভধারিনীকে তাড়িয়েছেে বাড়ি থেকে। অন্যদিকে মেয়েদের কেন টাকা দিয়েছেন , যেই মেয়েরা টাকা নিয়েছে, তাদের কাছেই থাকো ,এই বলে বাড়ি থেকে বার করে দিয়েছে ছেলেও। শীতের এই কনকনে রাতে পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন বছর ৭৫ এর বৃদ্ধা ভবানী রানী চৌধুরী। সমুদ্রগড় এর নতুন পাড়া এলাকার বাসিন্দা ভবানী দেবী বিগত ১০ দিন আগে কালনার মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ছেলে এবং মেয়েদের নামে। এরপর আজ ” আমার ছেলেমেয়েদের কাছ থেকে আমার থাকার জায়গা চাই ও খাবার চাই। মহকুমা শাসকের কাছে বিচার চাই” এমনই প্লাকেট লিখে হাতে নিয়ে মহাকুমা শাসকের দপ্তরের সামনে এদিন শনিবার ধর্না দিতে দেখা গেল ওই বৃদ্ধাকে। অফিস থেকে বেরোনোর মুহূর্তের মহকুমা শাসকের বিষয়টি নজরে পড়লে তিনি, তড়িঘড়ি কিছু খাদ্য সামগ্রী জিয়ার কোটায় টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি মহকুমা শাসক তিনি নিজেই উদ্যোগী হয়ে প্রশাসনের সহযোগিতায় গাড়ি করে ওই বৃদ্ধাকে সমুদ্রগড় নতুনপাড়া এলাকায় থাকা তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। ওই বৃদ্ধা তিনি দাবি করেন ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে ছেলে, বড় মেয়েও তাকে বাড়িতে রাখে না। তাই অসহায় হয়েই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি। এ বিষয়ে মহকুমা শাসক ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও, মৌখিক তিনি জানিয়েছেন তাকে কিছু রিলিফের ব্যবস্থা করা হয়েছে এবং তাকে বাড়ি পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে প্রশাসনের তরফে।
