কৃষ্ণনগরে অক্সিজেন মোবাইল ভ্যান ও টেলিমেডিসিন পরিষেবা উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা

Social

সোশ্যাল বার্তা : রাত্রি ১১.৪০ মিনিট, হঠাৎ চ্যালেঞ্জ মোড় এলাকায় করোনা আক্রান্ত একজন রোগী ভীষন অসুস্থ, অক্সিজেন স্যাচুরেশন দ্রুত কমছে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। রোগীর ডিটেইলস পাওয়ার পর পৌঁছে যেতে এক মুহূর্ত দেরি করেননি নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েবস্টার  সার্ভিসেস সোসাইটির সদস্যরা।

দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। পশ্চিমবঙ্গও করোনার থাবায় জর্জরিত। নদীয়া জেলাতেও প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে আশার আলো দেখাচ্ছে ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে টেলিমেডিসিন পরিষেবা‌। তাঁদের সাথে যুক্ত ডাক্তারবাবুরা প্রতিদিন গড়ে ১৫০জন রোগীকে পরিষেবা দিচ্ছেন। সংস্থার বিভিন্ন জেলার সদস্যদের ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তারা চিকিৎসা প্রার্থীদের সাথে ডাক্তার বাবুদের যোগাযোগ করিয়ে দিচ্ছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে । তাই ওয়েবস্টার শুরু করেছে কৃষ্ণনগর ও সংলগ্ন এলাকায় অক্সিজেন মোবাইল ভ্যান পরিষেবা। এছাড়াও কৃষ্ণনগরে এসপ্তাহেই শুরু হয়েছে সংস্থার দাতব্য ফিভার ক্লিনিক।

কৃষ্ণনগরে প্রতিসপ্তাহের দুদিন ডাক্তার অরূপ কুমার বিশ্বাস, মৌমিতা দাস সহ অন্যান্য ডাক্তার বাবুরা চিকিৎসা প্রদান করবেন জ্বরে আক্রান্ত রোগীদের। সবটাই হবে করোনা বিধি মেনে ও যথাযথ সাবধানতা অবলম্বন করে। সংস্থার সদস্য আকাশদীপ ঘোষ,অনুপ বিশ্বাস জানান এই সমস্ত কর্মযজ্ঞ সম্ভব হচ্ছে সংস্থার সদস্য ও ক্রাউড ফান্ডিং এর জন্য।

অনুপ বিশ্বাস আরও জানান “মানুষের জীবন বাঁচানো বলে কথা! আমরা চেষ্টা করছি আমাদের সীমিত ক্ষমতার মাধ্যমে! যুদ্ধ চলবে, পাশে থাকবেন, আরো কিছু মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের। এ লড়াই কঠিন লড়াই, এ লড়াই একসাথেই জেতার লড়াই”।

 

Leave a Reply