কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস চরিত্রের মেলায় মেলে ২০০০ টাকা দামের মিষ্টি

Social

মলয় দে নদীয়া:-দেবদাস উপন্যাস কে কেন্দ্র করে হাতিপোতা গ্রামে চলছে দেবদাস স্মৃতি মেলা। এই মেলার মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি।
বাংলা সাহিত্যে অমর হয়ে আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাস। এই উপন্যাসের নায়ক দেবদাস মিষ্টির ভক্ত ছিল কিনা তা অবশ্য কারো জানা নেই। তবে দেবদাসকে ঘিরে কালনা মহকুমার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতায় দেবদাস স্মৃতিমেলা প্রাঙ্গণ শুধুই যেন মিষ্টিময়। এ মিষ্টি আবার যে সে মিষ্টি নয়। পিল্লাই সাইজের মিষ্টি। এই মিষ্টিকে ঘিরে মানুষের ব্যাপক উন্মাদনা। এক একটি মিষ্টির দাম ২০০০ টাকা। ৩০০০ টাকার মিষ্টি ও এই মেলায় পাওয়া যাচ্ছে। এক একটি মিষ্টির ওজন ১০ থেকে ১৫ কেজি। এই মিষ্টির স্বাদ নিতে বহু মানুষ ভিড় করছেন মেলায়।

এখানে শুধু বড় বড় সাইজের মিষ্টিই পাওয়া যায় এমন টা নয়।এখানে ৫,১০,৫০,১০০,২০০,৫০০ টাকা দামের মিষ্টি ও পাওয়া যায়। মেলায় আগত এক মিষ্টি ব্যবসায়ী জানান এই মিষ্টি নিয়ে মানুষের প্রচুর আগ্রহ। তিনি বলেন দিন দিন এই মিষ্টির চাহিদা বেড়েই চলেছে। বিক্রি বাট্টা ও ভালো হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply