মলয় দে নদীয়া:-উত্তর প্রদেশ থেকে ৪ জন প্রতারণা চক্রের প্রতারক কে গ্রেফতার করলো রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ।গতকাল তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।
গত ৫ই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে তাতে বলা হয় তিনি এসবিআই রিওয়ার্ড নাম করে ম্যাসেজ আসে তিনি ১৪ হাজার ৪৫৩ টাকা রিওয়ার্ড পেয়েছেন। সাথে একটি লিংক আসে তিনি সেটা ক্লিক করতে দেখেন এসবিআই এর লিংক আছে কিন্তু তিনি ইউআরএল চেক করেননি সেখানে একটি ওটিপি আসে ওটিপিটি দেওয়ার সাথে সাথে তার ৫০০০০ টাকা ডেবিট হয়ে যায়।
সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান সাইবার ক্রাইম খোঁজ নিয়ে জানতে পারেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি তার একাউন্টে এই টাকাটি নিয়েছেন আট মিনিটের মধ্যেই এটিএম থেকে টাকাটি তুলে নেন। এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত হয়। ওই ব্যক্তির নাম যতীন সিং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসে সাইবার ক্রাইম পুলিশ রানাঘাট তাদের কাছ থেকে উদ্ধার বেশ কয়েকটি এটিএম কার্ড এবং মোবাইল এরা দেশের অন্যান্য জায়গায় একইভাবে প্রতারণা করেছেন বলে তদন্তে উঠে এসেছে আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে।