মলয় দে, নদীয়া:- প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলার দাবিতে নদীয়ার মালঞ্চ পাড়া সহ নবদ্বীপ শহর জুড়ে পোস্টারিং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার। এদিন নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মালঞ্চপাড়া বিষ্ণুপ্রিয়া রেল গেটের কাছ থেকে শুরু করে শহরের অন্যতম প্রধান কেন্দ্র বউ বাজার রোড সহ নবদ্বীপ থানার সামনে প্লাস্টিক বন্ধের দাবিতে পোস্টারিং এর মাধ্যমে পথে নামলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার কর্মীরা। সেখানে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে কর্মীরা শহরের প্রতিটি কোনায় কোনায় পোস্টিং এর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।
ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, সরকার দূষণ নিয়ন্ত্রণ আইন করে রেখেছে এবং প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে, অথচ প্লাস্টিক দূষণ রুখতে প্লাস্টিক উৎপাদন বন্ধ করতে সরকার বা প্রশাসন কোন উদ্যোগই হচ্ছে না। এটাই আশ্চর্যের বিষয়। প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলা কঠোরভাবে বন্ধ করার ব্যাপারে প্রশাসনকে উদ্যোগী হতে হবে এবং প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও করতে হবে। তা না হলে প্লাস্টিক দূষণ থেকে এই পরিবেশকে বাঁচানোর মুশকিল হয়ে পড়বে।