শান্তিপুরে শুরু হলো পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা, চলবে ১২ই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় থাকছে আকর্ষণীয় সান্ধ্যনুষ্ঠান

Social

মলয় দে নদীয়া:- শীত মানেই নতুন গুড় নানান পিঠে পায়েস রকমারি খাদ্য খাবার আর অবশ্যই মেলা এবং সান্ধ্য অনুষ্ঠান আর অবশ্যই মরশুমী ফুল। আর এই সবকিছু যদি একসাথে পাওয়া যায় তাহলে আমদ প্রিয় বাঙালি র কাছে, যেকোনো অনুষ্ঠান হয়ে ওঠে উৎসব। ১২ মাসে ১৩ পার্বণের শহর শান্তিপুরে এরকমই এক উৎসবের চলতি নাম ফুল মেলা যা হয়ে আসছে বহু বছর ধরে।

শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে শুরু হল পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা ২০২৪ চলবে আজ ৯ই জানুয়ারি থেকে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত থাকছে, জি টিভি সারেগামাপা চ্যাম্পিয়ন অস্মিতা কর, বিখ্যাত বিখ্যাত গায়ক জলি মুখার্জী, লিটিল চ্যাম্প শ্রেষ্ঠাংশু দত্ত এবং এলবার্ট কাবো, আবৃতিতে থাকছেন মুনমুন মুখার্জী এবং সঙ্গীত অনুষ্ঠানে অর্ক দ্বীপ মিশ্র, সহ বহিরাগত এবং স্থানীয় বিভিন্ন শিল্পী।
এই মেলায় উদ্বোধন করতে বিশেষ অতিথি হিসেবে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম গুপ্ত আজ উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ সকল সিআইসি মেম্বার কাউন্সিলর বৃন্দ এবং পৌর কর্মচারীবৃন্দ ও শান্তিপুরের বহু বিশিষ্টজন।

Leave a Reply