করারিচাঁদপুর গোল্ডেন সোসাইটি অ্যান্ড লাইব্রেরির উদ্যোগ

Social

দেবু সিংহ,মালদা: মালদা জেলার করারিচাঁদপুর গোল্ডেন সোসাইটি অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিলি করা হল মঙ্গলবার।

এই স্বেচ্ছাসেবী সংস্থার উগ্যোগে কালিয়াচকের করারিচাঁদপুর-‌সহ বাহাদুরপুর, ১৮ মাইল ও গাজোলের একাংশে ত্রাণ বিলি করা হয়। জানা গেছে, মোট ১৭০ জনকে এদিন চাল, ডাল, আলু বিলি করা হয়। সাধারণ দু:‌স্থ মালিদের এই ত্রাণ বিলি করা হয়। এদিন ত্রাণ পেয়ে খুশি তাঁরা।

Leave a Reply