নদীয়ায় মেগা রক্তদান শিবির: ৯০০ জনের বেশি রক্তদান

Social

সোশ্যাল বার্তা: প্রচন্ড ঠান্ডা। অনেক ব্লাড ব্যাংকে এই মুর্হুতে রক্তের সংকট রয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও বাদকুল্লা নব চেতনার উদ্যোগে জানুয়ারী মাসের প্রথম রবিবারে রক্তদান উৎসব এর আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৯৩৭ জন রক্তদাতা রক্তদান করেন।

বাদকুল্লা এবং তৎসংলগ্ন এলাকার মানুষের কাছে এই দিনটি প্রতি বছরই উৎসবে পরিণত হয়। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৩২৭ ইউনিট রক্ত সংগ্রহ করে। নদিয়া জেলার চারটি ব্লাড সেন্টার শক্তিনগর, নবদ্বীপ, রানাঘাট এবং তেহট্র এই রক্তদান শিবিরে ৬১০ ইউনিট রক্ত সংগ্রহ করে।

জানা যায় নদীয়ার ব্লাড ব্যাংকগুলির সংগৃহীত রক্ত কেন্দ্রীয়ভাবে শক্তিনগর ব্লাড ব্যাংকে রাখা হয় যা অন্যান্য ব্লাড সেন্টার দরকার অনুযায়ী পাবে।

নবদ্বীপ ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট শ্রী তরুণ মাঝি বলেন, প্রায় প্রতি বছরই এই সংগঠনের রক্তদান উৎসব হয় এবার আমিও সামিল হতে পেরে গর্বিত,আমরা তাকিয়ে থাকি এই দিনটির অপেক্ষায় কারণ এতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মতো কর্মীদেরও উদ্বুদ্ধ করে।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তরের সিএমওএইচ -৪, স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর পরিবারের প্রতিনিধি শ্রী ইন্দ্রনীল মিত্র, তাহেরপুর থানার ওসি, ডা:শিবপ্রসাদ নন্দী, জলঙ্গী নদী সমাজের সদস্য ডাঃ কৌশিক সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শুভময় সরকার, বাদকুল্লা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সহ অগণিত গুনি মানুষ।

উল্লেখযোগ্য গ্রামের মহিলাদের রক্তদানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নবচেতনার অন্যতম সভাপতি শ্রী কাজল বিশ্বাস বলেন “রক্তদানের কর্মসূচির মতো সামাজিক দায়িত্ব পালন করে চলি প্রতিবার, বিপদের সময় মানুষের পাশে থাকাই এই সংগঠনের কাজ, আমরা সেটা খুবই স্বচ্ছতার সাথে দীর্ঘ দিন করে চলেছি”।

সংস্থার সম্পাদক রমেন বিশ্বাস বলেন “বিপন্ন মানুষের পাশে আমরা সব সময় থাকার জন্য আপ্রাণ চেষ্টা করি”।
সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply