অবৈধভাবে জলাশয় ভরাট করার অভিযোগে দুটি ট্রাক্টর আটক

Social

দেবু সিংহ,মালদা:- অবৈধভাবে জলাশয় ভরাট করার অভিযোগে দুটি ট্রাক্টর আটক করলো মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা।

মাঝেমধ্যেই কিছু জমি মাফিয়ারা ভোর রাত্রে জলাশয় ভরাট করছিল বলে অভিযোগ আসে। তারই পরিপেক্ষিতে বৃহস্পতিবার সকালে কাউন্সিলর মনীষা সাহা মন্ডলের চেষ্টাই নেতাজি কলোনির বিল থেকে দুটি গাড়িকে ধরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি গাড়িকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর জানান, ভোররাতে জমি মাফিয়ারা জলাশয় ভরাটের চেষ্টা করছিল ঘটনার খবর পেয়ে আমার কর্মীরা এসে দুটি গাড়ি ধরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে দুটি ট্রাক্টরকে ধরে থানায় নিয়ে যায়। জলাশয় ভরাট হলে শহরের ড্রেনেজ সিস্টেম ব্যাহত হবে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হবে এলাকা। তাই কোন মতে জলাশয় ভরাট করতে দেওয়া হবে না। সেই কারণে খবর পেয়ে দুটি গাড়িকে ধরা হয়েছে।

এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, জলাশয় ভরাট কোন মতে বরদাস্ত করা হবে না। যারা এই সমস্ত কাজে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসন করা ব্যবস্থা নিবে।

Leave a Reply