৬০০ জন !  রক্তদান অনুষ্ঠানকে রক্তদান উৎসবে পরিণত করলো, “ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি” বগুলা ইউনিট

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার হাঁসখালি থানার বগুলায়, বগুলা পুলিশ ফাঁড়ির ডাকবাংলো প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বগুলা ইউনিটের পরিচালনায় এক রক্তদান উৎসব । রক্তদান উৎসবের পাশাপাশি নজর কারে গুণীজনদের সম্বর্ধনা । , শীতবস্ত্র বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের প্রধান অধিকারিক, জৈব ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি, সহ এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষক, প্রফেসর সহ শতাধিক চিকিৎসক। এই রক্তদান উৎসবে রক্তদান করেন ৬০০এর বেশি রক্তদাতা। রক্ত সংগ্রহ করতে কৃষ্ণনগর জেলা হাসপাতাল, রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং কল্যাণী জেএন এম মেডিকেল কলেজের সকল টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও শীত বস্ত্র বিতরণ করা হয় প্রায় এক হাজার সাধারণ দরিদ্র মানুষকে। এই রক্তদান উৎসবে এলাকার সাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় দেড় হাজার সাধারণ মানুষের সমাগম ঘটে এই রক্তদান উৎসবে। রক্তদান উৎসবে সবচাইতে নজর কারে উদ্যোক্তাদের মানসিকতা । কারণ আজ পর্যন্ত কোন সংগঠনই সাফাই কর্মী, বিভিন্ন সংগঠনের কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়।

বগুলার রেডক্রস সোসাইটি ইউনিট এক অভিনব উদ্যোগ নিয়ে সমস্ত স্তরের কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করে । এই উদ্যোগকে সকলেই ধন্যবাদ জানিয়েছেন। ।

Leave a Reply