সোশাল বার্তা: কলকাতায় অনেক ভ্রমণ স্থান রয়েছে তবে তাদের মধ্যে অন্যতম বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য কলকাতার সাইন্স সিটি।
রাজ্যের বিভিন্ন ভ্রান্ত থেকে এখানে বিভিন্ন বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসে বিজ্ঞানের বিভিন্ন রকম বিষয় উপভোগ করতে। তবে শীতকালের শোভা থাকে অন্যরকম। প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন সাইন্স সিটিতে।
কিভাবে আসবেন সাইন্স সিটি ?
শিয়ালদহ বা হাওড়া থেকে বাস পাওয়া যায়।
প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল নিয়েও আসতে পারেন। গ্রুপের ক্ষেত্রে অনেকেই বাস নিয়ে আসেন সেই ক্ষেত্রে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা।
সময়সূচী কি রকম ?
প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত খোলা থাকে।তবে টিকিট কাউন্টার সন্ধ্যা ৬ টায় বন্ধ হয়ে যায়।
সাইন্স সিটি প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। প্রবেশ মূল্য প্রতিজনের ৭০ টাকা। তবে গ্রুপ ট্যুর কমপক্ষে ২৫ জন ও ছাত্র-ছাত্রীদের জন্য কিছু ছাড় রয়েছে। তবে সেই ক্ষেত্রে বিদ্যালয় কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্যাডে চিঠি লিখে নিয়ে যেতে হয়।
এই বিজ্ঞানটি নগরীতে রয়েছে বিশেষ কিছু থ্রি-ডি-শো তবে সেই থ্রি ডি শো দেখতে গেলে আপনাকে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে রয়েছে|
টাইম মেশিন ৫০/- টাকা, স্পেস থিয়েটার ১২০/- টাকা, সাইন্স অন এ স্পেয়ার ৪০/- টাকা, প্যানেরোমা শো ৬০/- টাকা, ডার্ক রাইড ৫০/- টাকা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শো।
এখানে রয়েছে মিসাইল পার্ক। যা দেখতে কোন টিকিট লাগেনা। মিসাইল ম্যানের ছবি রয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের প্রজাপতি।
মূল গেট দিয়ে প্রবেশ করার পর বাঁদিকে রয়েছে একটি ছোট্ট ট্রেন এই ট্রেনে আপনি ঘুরতে পারবেন তবে তার টিকিট ২৫ টাকা। একসঙ্গে সব দেখবেন বলে টিকিট কাটলে অনেক ছাড় পাওয়া যেতে পারে।
বাইরে থেকে রোপ ওয়ে চড়ে ভেতরে যাওয়া যায়। তবে তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। বাড়ির খাবার নিয়ম প্রবেশ করতে পারবেন। গ্রুপ ভিত্তিকভাবে এখানে পিকনিক ও করা যেতে পারে তবে অবশ্যই তা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। ভিতরে বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। ভিতরে রয়েছে ক্যান্টিন। স্মৃতি রাখার জন্য রয়েছে বিভিন্ন রকম সুভেনিয়র স্টল। সেখান থেকে আপনি কিছু জিনিসও কিনে রাখতে পারেন।
তাহলে আর দেরি কেন ! শীতের ছুটিতে একদিনের জন্য সায়েন্স সিটি যাওয়ার পরিকল্পনা করে ফেলতে পারেন।