মলয় দে নদীয়া:-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় ও অ্যাকাডেমিক সাব কমিটির উদ্যোগে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সারা রাজ্যব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবার অনুষ্ঠিত হলো মেধা অন্বেষণ পরীক্ষা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির “নিখিলবঙ্গ মেধা অন্বেষণ-২০২৩” অভীক্ষায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দু লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
তারা জানান, বর্তমান শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার হাল হকিকত সম্পর্কে সকলের জানা। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে অভিভাবকদের চাহিদার মান্যতা দিয়ে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা বলেন,পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নতি সাধন ও বিস্তারে সর্বদা সজাগ দৃষ্টি, শিক্ষা আন্দোলনে বরাবর সৃষ্টিশীল সহাবস্থান ও সামগ্রিক বিকাশসাধনে ৮৯ বছরের ঐতিহ্যবাহী প্রিয় সংগঠনের সম্পৃক্ততা বারবার দায়িত্ববোধের পরিচয় বহন করে এসেছে। প্রাথমিক স্তরের অভিভাবকদের পক্ষ থেকে উঠে আসা দাবিকে সম্মান জানিয়ে ও বর্তমান সংকটময় প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের পরিমাণগত ও গুণগত পরিবর্তনের দিক মাথায় রেখে সংগঠনের এই উদ্যোগ। সকলের সহযোগিতায় অভীক্ষা সফল ও সুসম্পন্ন হয়েছে।
এই অভীক্ষার পূর্ণমান ১০০ নম্বরের। এর মধ্যে ৮০ নম্বর (প্রতি বিষয় ২০ নম্বর) থাকবে নিজ নিজ শ্রেণির পাঠ্য বিষয়ের (বাংলা, গণিত, ইংরেজি ও পরিবেশ) উপর নির্ভর করে। ২০ নম্বর থাকবে প্রত্যেক শ্রেণির মান অনুযায়ী সাধারণ জ্ঞানের উপরে। প্রতিটি বিষয়ে ১০-টি করে মোট ৫০-টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্ন মাল্টিপল চয়েস ভিত্তিক হবে ও প্রতিটি প্রশ্নের মান ২ নম্বরের হবে।
মেধা অন্বেষণের তালিকা অনুযায়ী আগামী দিন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার চিন্তাভাবনাও রয়েছে সংগঠনের।
নদীয়ার শান্তিপুর রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ে শান্তিপুর চক্র এবং নতুন চক্রের সমস্ত প্রাথমিকবিদ্যালয় থেকে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এই পরীক্ষায়। সংগঠনের বিভিন্ন বিদ্যালয় শিক্ষকগণ আজ রবিবার ছুটির দিন হওয়ার কারণে সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অন্যদিকে এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা।