মলয় দে নদীয়া:-নদীয়ার কৃষ্ণনগর মাজদিয়া রাজ্য সড়কের যে সমস্ত রুট রয়েছে বাসের সেই সমস্ত সব রুটে বাস দীর্ঘদিন চলে না । কৃষ্ণনগর থেকে মাজদিয়া পর্যন্ত বাস এসে সেখান থেকে আবার কৃষ্ণনগর অভিমুখে ফিরে যায় । অথচ আর টি ওর নাম নথিভূক্ত জায়গায় রয়েছে ভাজনঘাট বানপুর গেদে এবং কাদাঘাটা ।
প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে এই সমস্ত রুটে বাস বন্ধ । বাধ্য হয়ে ভাজনঘাট এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় অটো এবং টুকটুকির ওপর । ফলে এইখানকার বাসিন্দাদের বাসের উপর নির্ভরতা কমে । প্রায় পাঁচ বছর ধরে এই সমস্ত রুটে সম্পূর্ণরূপে বাস চলাচল বন্ধ রয়েছে । অবশেষে কৃষ্ণনগর আর টি ওর নির্দেশে আজ চালু হল ভাজনঘাট কৃষ্ণনগর রুটের বাস পরিষেবা । দীর্ঘ পাঁচ বছর পর বাস চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা । বাস চালু হওয়ায় অল্প পয়সায় যেমন যাত্রীরা পৌঁছে যাবে গন্তব্যস্থলে ।