সোশ্যাল বার্তা: প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনেকদিন আগেই পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে নতুন শিক্ষানীতি অনুসারে অষ্টম শ্রেণি পর্যন্ত ফিরতে চলেছে পাশ-ফেল প্রথা। অনেকেই বিভিন্ন সময়ে ধারণা পোষণ করেন পাশ ফেল না থাকার জন্যই ছাত্র-ছাত্রীদের পড়ার মান কমে যাচ্ছে। এবার অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করার যে নীতি নীতি ছিল তা প্রত্যাহার করছে কেন্দ্র সরকার। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে পাশ করতেই হবে।পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত, জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব।
এতদিন ধরে অষ্টম শ্রেণি পর্যন্ত যে টানা পাশ করিয়ে দেওয়ার রীতি ছিল তা বন্ধ হবে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা নেওয়া হবে । তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণির পরীক্ষায় পাশ করতেই হবে পড়ুয়াদের। কোনও পরীক্ষার্থী যদি পাশ করতে না পারে তাহলে ফল প্রকাশের পর ২ মাস সময় পাবে সেই পড়ুয়া। এই ২ মাস পর আবার পরীক্ষায় বসতে হবে। উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে যাওয়া কিংবা অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া। অর্থাৎ পাশ না করেও যে নতুন একটানা যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে কোনও পড়ুয়া যদি পাশ করতে না পারে তাহলে তাকে পাশ করানোর দায়িত্ব স্কুলকেই নিতে হবে। অকৃতকার্য হওয়া ওই পড়ুয়াকে কোনো ভাবেই স্কুল থেকে বহিষ্কার করা যাবেনা। কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন, পড়াশোনায় কোন পড়ুয়া যদি পিছিয়ে পড়ে তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া সম্ভব হবে।