সুন্দরবনে মধু কিনে রানাঘাটে ডেকে নিয়ে এসে পেমেন্ট দেওয়ার নামে প্রতারণা ! রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে বাড়ি ফিরল প্রতারিত হওয়া যুবক

Social

মলয় দে নদীয়া:-কাজ দেওয়ার নাম করে সুন্দরবন থেকে যুবককে নদিয়ার রাণাঘাটে ডেকে এনে প্রতারণা। কার্যত না খেয়ে, রাস্তার ধারে মন্দিরের রাত কাটলেন অসহায় ওই যুবক। অবশেষে রাণাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে, বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হলো আক্তার সরদার নামে ওই যুবককে।

জানা গিয়েছে, সুন্দরবনের চড়াঘাটা এলাকায় বাড়ি আক্তারের। বাবার সঙ্গে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ এবং কাঠ কেটে চলে অভাবের দিন। সম্প্রতি রাজেশ রায় নামে এক ব্যক্তি গিয়েছিল তাদের এলাকায়। সেখানে আক্তারের বাবার থেকে ২০ কেজি মধু নেয় রাজেশ নামে অভিযুক্ত রানাঘাটের ওই ব্যক্তি। সেখানে ১০ কেজির দাম দিলেও, আক্তার এর বাবাকে অভিযুক্ত জানায়, ছেলেকে আমার সঙ্গে রাণাঘাট পাঠাও। সেখানে বাকি দশ কেজির দাম দেব। আর তোমার ছেলেকে সেলাইয়ের কাজে লাগাবো। আমার বড় সেলাইয়ের ব্যবসা আছে। অভাবের সংসারে ছেলে কাজ পাবে এই আশায় ভরসা করে আখতারকে ছেড়েও দেন তার বাবা। এরপর রাজেশ নামে ওই ব্যক্তির সঙ্গে সুন্দরবনের ওই যুবক গতকাল এসে পৌঁছায় রাণাঘাটে।
অভিযোগ, শহরের দক্ষিণপাড়ার কাছে একটি মন্দিরে আখতারকে বসিয়ে রাজেশ তার কাছ থেকে ওই ১০ কেজি মধু নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। তার দুর্দশার কথা স্থানীয়রা জানতে পারে। তারাই বিষয়টি জানায় রাণাঘাট ট্রাফিক পুলিশকে। এরপর পুলিস উদ্যোগে সুন্দরবনগামী গাড়িতে ব্যবস্থা করা হয় আক্তারের বাড়ি ফেরার।

Leave a Reply