শীতের আমেজে শুরু হল ৩৫ তম নদীয়া বইমেলা

Social

প্রীতম ভট্টাচার্য : কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল মাঠে গতকাল শুক্রবার শুরু হল ৩৫তম নদীয়া বইমেলা । দুপুর ৩টে নাগাদ বইমেলার উদ্বোধন করেন নদীয়ার জেলাশাসক বিভু গোয়েল,উপস্থিত ছিলেন জেলা শিক্ষা পরিদর্শক, অতিরিক্ত জেলা শাসক নিধি মালিক , শ্রী মনঞ্জয় রায় জেলা গ্রন্থগার বিভাগের আধিকারিক, শিবনাথ চৌধুরী সমন্বয় কমিটির সভাপতি , জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সহ আরো অনেকে l

জাতীয় পতাকা উত্তোলন ও তারপরে নদীয়া বইমেলার পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনের মাধ্যমে এবং জেলাশাসক সহ অন্যান্যদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন হয় l ।মেলায় মোট ১১১ টি বই ষ্টল, প্রদর্শণীর কক্ষ মেলাকে আরও আকর্ষনীয় করে তুলেছে। আলোকসজ্জা এবারের মেলার আলাদা আকর্ষন।

২০ থেকে ২৬ শে ডিসেম্বর প্রতিদিন বিকেল ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলা চলবে।শহরের প্রানকেন্দ্রে এই মেলা মানুষের ভীড় চোখে পড়ার মতো।পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে বইমেলা প্রাঙ্গনে।

 

Leave a Reply