নদীয়ার করিমপুরে পালিত হলো কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্মবার্ষিকী

Social

মলয় দে নদীয়া :-

প্রতিবারের ন্যায় এবারও উদযাপিত হলো কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্মবার্ষিকী। এবছর কবির ১৪৭ তম জন্মদিন ছিলো। প্রতিবারের মতো এবারও শীতলপাটি শিল্প ও সাহিত্য সমন্বয়ের পক্ষ থেকে যমশেরপুর নতুন বাগচীবাড়ি, কবির নিজ জন্মভিটায় তাঁর জন্মদিন উদযাপিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রবীন সম্পাদক কার্তিক ভট্টাচার্য্য, কবি নিলোৎপল দত্ত, ভাষা গবেষক ডঃ কুমারেশ দে এবং কবি বীরেন দোবে। নারীশক্তির এক জীবনশক্তিকে কুর্নিশ জানিয়ে এবছরের অপরাতিজা সন্মানে সন্মানিত করা হলো বিশিষ্ট হস্তশিল্পী বেবী ব্যাধ-কে। শীতলপাটির উপদেষ্টা কবি পরিতোষ সরকার, কাজলাদিদি পত্রিকার সম্পাদক নিলাদ্রীশঙ্কর মুখার্জীর তত্বাবধানে ও শীতলপাটির সদস্যদের সহযোগিতার অনুষ্ঠানটি নির্বিঘ্নে পালিত হলো।

Leave a Reply