পটাশপুর-১ ব্লকের সাহাপুর গোল্ড স্টার ক্লাবের ব্যবস্থাপনা সার্বজনীন শ্যামাপূজো উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হলো। এদিন ১০০ দুস্থ পরিবারের হাতে কম্বল, মশারি, শাড়ি তুলে দেওয়া হয়। শ্যামা পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। বৃক্ষরোপণ কর্মসূচি, ফুটবল প্রতিযোগিতা এছাড়াও দুঃস্থদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্লাবের সভাপতি সঞ্জীব মাল জানান ১৬ তম বর্ষে শ্যামা মায়ের এই পুজো অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সঞ্জীব মাল,মিঠুন ঘোড়ই, সৌরভ আড়ি প্রমুখ।