মলয় দে নদীয়া:- আগামী ১০ -১১- ১২ ই নভেম্বর জগদ্ধাত্রী পুজো হলেও দেবী জগদ্ধাত্রীর সাথে সাথেই সন্তোষীমা, মহিষাসুরমর্দিনী, অকাল বোধন, কালী, ভারতমাতা, নারায়ণ, কমলেকামিনী, নটরাজ সহ নানান দেবদেবীর উপাসনা ও হয়ে থাকে, তাই জগদ্ধাত্রী পূজা না বলে ‘জগদ্ধাত্রী উৎসব’ বলা হয়ে থাকে। জগদ্ধাত্রী পূজার দিনের ঠিক আগের শনিবার অথবা মঙ্গলবার পুজো শুরু হয় জাগ্রতা দেবী “রূপো কালী” মায়ের। দূর-দূরান্ত থেকে এমন কি ভীনরাজ্য থেকেও মায়ের অগণিত ভক্তরা মায়ের কাছে আসে মনকামনা নিয়ে, মা রূপো কালী তার কোনো ভক্তকে খালি হাতে ফেরান না বলেই বিশ্বাস ভক্তবৃন্দদের। হাজার হাজার ভক্তরা আসেন, মানত পূরণের পুজো দেন, ভোগ প্রসাদ গ্রহণ করেন। এছাড়াও এই দিন বিরাট মহোৎসবের আয়োজন হয় মায়ের পূজা উপলক্ষে।
পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছর আজ ৫ ই নভেম্বর, মঙ্গলবার অর্থাৎ আজ মায়ের আবির্ভাব পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপুরবাসীর সাথে তাদের আদরের মা এবার থাকতে চলেছেন অনেকটাই বেশি সময়। অর্থাৎ আজ থেকে একসপ্তাহ থেকে আগামী ১২ নভেম্বর, মঙ্গলবার নিরঞ্জনে যাবেন।
গতকাল সারারাত ধরে মায়ের গহনা পড়ানোর কাজ চলেছে। দেখুন সেই অপরূপ দৃশ্য।