সোশ্যাল বার্তা: নদিয়ার অন্যতম পর্বতারোহী সংগঠন মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর(MAK)। সম্প্রতি তিন মাস ১০ দিনের ব্যবধানে এই ক্লাবের সদস্যরা এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে রামজ্যাক ও গোরিচেন পর্বত জয় করেছেন।
এই ক্লাবের সদস্যরা মহিলা পরিচালিত ভাবে এবার সান্দাকফু-ফালুট সিঙ্গালিলা পর্বতে ট্রেক করতে বের হলেন। এই দলে রয়েছেন ৯ জন। এটি প্রথম পূর্ণাঙ্গ মহিলা ট্রেক টিম। প্রায় ৬৫ কিলোমিটার পথ ৫ দিনে কভার করবে বলে জানা যাচ্ছে।
দলটি ৩রা নভেম্বর কৃষ্ণনগর থেকে বের হয়ে নবদ্বীপ থেকে ট্রেনে করে রওনা দেয়। নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে গাড়ি করে ভারেং (সিকিমের একটি গ্রাম) থেকে ট্রেক শুরু করবে দলের সদস্যরা।।
দলটি সিঙ্গালিলা পাস, ফালুট এবং সান্দাকফুর (৩৬৩৬ মিটার) প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করবে।