বিশেষভাবে সক্ষম দের সাথে পিকনিকে সামিল বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রশাসনের কর্তাব্যক্তি সহ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবন্ধন

Social

মলয় দে নদীয়া;- মা বাবা পরিবারবর্গ এ বছরে পিকনিক করেছেন এবার দু একবার, কিন্তু বাড়িতে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন সদস্যের কথা মাথায় থাকলেও, উপযুক্ত ব্যবস্থা না থাকায় নিয়ে যাওয়া হয় না কখনই। অথচ তারা ঘরে বসে স্বপ্ন দেখেন, আনন্দে শামিল হওয়ার, সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল নদিয়া জেলা “প্রতিবন্ধন”।

বিশেষভাবে সক্ষম দের নিয়ে কাজ করা এই সংগঠনের প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল প্রতিবন্ধীদের নিয়ে শান্তিপুর রাষ্ট্রীয় শিশু উদ্যানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্য ও প্রায় ৭০০ ‘র ও বেশি সাধারণ মানুষ। এই অনুষ্ঠানে ৪৫০ জন প্রতিবন্ধীদের নিয়ে নাচ গান আবৃত্তি সকলকে নিয়ে হই হুল্লোর এসবের মধ্যে দিয়েই পিকনিকের আনন্দে মেতে উঠেছিল প্রতিবন্ধী সাধারণ মানুষ।

তাছাড়াও সমাজ সচেতনতার বার্তা দিতে ব্যবহার করা হয়েছিল মাটির গ্লাস কলার পাতা জল খাওয়ার মাটির খুড়ি। খোলা আকাশের নিচে রাষ্ট্রীয় শিশু উদ্যানকে ভরে উঠতে দেখা যায় এক অন্য মেজাজে। এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রতিবন্ধীদের একাংশ মানুষ।

কারণ এই শীতের মরশুমে মা-বাবা পরিবারবর্গ কে সাথে নিয়ে পিকনিক করতে দেখা যায় অনেককেই। কিন্তু বাড়িতে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন দের কথা মাথায় থাকলেও উপযুক্ত ব্যবস্থা না থাকায় নিয়ে যাওয়া হয় না তাদের। অথচ তারা ঘরে বসে স্বপ্ন দেখেন,কিন্তু সেই আনন্দে শামিল হতে পারেনা। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলো নদীয়া জেলার প্রতিবন্ধী সংগঠন। বিশেষভাবে প্রতিবন্ধীদের নিয়েই কাজ করা হয় এই সংগঠনের।

এছাড়াও আগামী দিনে প্রতিবন্ধীদের আরো বিশেষ কিছু স্বপ্ন পূরণের এক নতুন রূপ দিতে চলেছে শান্তিপুরের প্রতি বন্ধন সংগঠন।

Leave a Reply