মলয় দে নদীয়া:-বৃহস্পতিবার শ্রী শ্রী রাধা কুন্ডের শুভ অষ্টমীর পূণ্য স্নান যাত্রা, এই পবিত্র স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম হয়েছে নবদ্বীপে।
নবদ্বীপ হলো শ্রী চৈতন্যের জন্ম ভূমি সে কারনে এটিও একটি পূণ্য ভুমি সকলের কাছে,আর এই পূণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষ্যে নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গার ঘাট গুলোতেও নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন পূণ্য লগ্নে স্নান করতে।
বিগত দিনে যার সংখ্যা ছিলো প্রায় লক্ষ্যাধিক।
এবছরের এই স্নান যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলছে আজ বৃহস্পতিবার রাত বারোটায়।আর এই স্নান যাত্রা অনুষ্ঠান উপলক্ষ্যে নবদ্বীপে ভক্ত সমাগম হয় যথেষ্ট, সেখানে বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যাটাও কম থাকে না,
যদিও নবদ্বীপ শহরের একাধিক গঙ্গার ঘাট গুলো বাধানো হলেও কিছুটা নিরাপত্তার চিন্তা থেকেই যায়।
আর কোন রকম অপ্রতিকর দূর্ঘটনা এড়াতে শহরের প্রায় প্রতিটি গঙ্গাার ঘাটে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যাবস্থা।
নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান, এই অনুষ্ঠান উপলক্ষে লক্ষ্যাধিক ভক্ত সমাগম হয়, এবারও হয়তো তাই হবে, তাই প্রতিটি গঙ্গা রা ঘাটে অস্থায়ী বেরিগেড করা হচ্ছে, থাকবে নিরাপত্তার সব রকম ব্যাবস্থা,শুধু নবদ্বীপ শহরের সকল গঙ্গার ঘাটেই নয় এই অনুষ্ঠান গত কয়েক বছর ধরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে শহরের প্রতাপনগরের রাধা সুদর্শন মন্দিরেও।
বৃন্দাবনের রাধা কুন্ড – শ্যাম কুন্ড এর থেকে পবিত্র জল এনে এই মন্দির চত্বরে তৈরী করেছে রাধা কুন্ড – শ্যাম কুন্ড। আজ এই পূণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচী বা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করেছে মন্দিরের তরফে।
অষ্টমীর স্নান যাত্রা উৎসব কি এবং কেন প্রসঙ্গে সুদর্শন মন্দিরের অন্যতম কর্মকর্তা রাতুল গোস্বামী জানান,
কথিত আছে এই দিনেই শ্রী বৃন্দাবনে
গো বৎস বেশে আসা অনিষ্টাসুর কে বধ করেছিলেন গোবিন্দ,।যে হেতু গো বধ নিষিদ্ধ সেকারনে তার পাপ ক্ষরনের জন্য তিনি ঐ দিন স্নান করেছিলেন, তার পাপ দুরভিত করার জন্য, সেদিন থেকেই প্রচলিত হয়ে চলে আসছে এই পূণ্যদিনে বিশেষ স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়।
তিনি আরও জানান প্রতি বছরের মতো এবছরও রাধা কুন্ড তথা ” অষ্টমী”র পূণ্য স্নান যাত্রা উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবছর স্নানের সময় রবিবার রাত্রি বারোটা থেকে,
পাশাপাশি বর্তমান প্রাকৃতিক দূর্যোগ তথা এই পরিস্থিতিতে সকলকে সাবধানতা অবলম্বন করারও বার্তা দেন তিনি।
আজ বিকেল থেকে শুরু হয় পাঠ, তারপর থাকবে ধর্মিয় অনুষ্ঠান, পরিশেষে রাধা কুন্ড – শ্যাম কুন্ড পরিক্রমা, আরতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, শেষে প্রসাদের ব্যাবস্থাও থাকছে সকল ভক্ত দের জন্য।
সব মিলিয়ে অষ্টমীর এই পূণ্য স্নান যাত্রা উৎসবকে ঘিরে ইতি মধ্যে ভক্তদের মধ্যে উন্মাদনা যথেষ্ট।