সোশ্যাল বার্তা : করনো সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লক ডাউন। লক ডাউনের শুরু থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগরের নতুন সকাল জনকল্যাণ সমিতি ।
সেবাকে কার্যক্রম করেই ২০১৯ সালের জুলাই মাসে এই সংস্থাটি গঠিত হয় । বতর্মানের করোনা আবহে তারা যুক্ত হয়েছে নতুন নতুন কাজের সঙ্গে ।বতর্মানে ত্রাণদানের পাশাপাশি যাদের অবস্থা খুবই খারাপ তাদের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে এই সংগঠনের সদস্যবৃন্দ । তাদের কাজ গতকাল ৬৫ দিনে পড়ল বলে জানালেন সংগঠনের সদস্যরা ।
পাশাপাশি বিভিন্ন সংস্থাকে সাহায্যও করছেন তারা । গতকাল সংগঠনের সদস্যরা নদীয়া জেলার ভাতজাংলার বসাক পাড়া, আদিবাসী পাড়া , দুর্গাপুর পাড়ায় ও ডিপ টিউবওয়েল পাড়ায় ৩২০ জনের হাতে রান্না করা খাবার তুলে দেন ।
কিছুদিন আগেই প্রান্তিকদের খাবার দিতে গিয়ে দেখেন ভাতজাংলার ডিপ টিউবওয়েল পাড়ার অসহায় বৃদ্ধা বকুল বিশ্বাসের মাথার উপর আচ্ছাদন আছে কোনরকমে । চলতি মরসুমের বৈশাখ মাসের আমফান ঝড় জলের দাপটে আশ্রয়স্থলটিও ভগ্নপ্রায়। একমাত্র সন্তান বকুল বিশ্বাসের কিন্তু তিনিও স্বল্প বুদ্ধি সম্পন্ন । ভিক্ষা করে জীবন কাটে মহিলার । সংগঠনটির আন্তরিকতায় গতকাল থেকে তৈরি হচ্ছে বৃদ্ধার মানবিক ঘর।
স্বেচ্ছাসেবী সংগঠনটির এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ । সংগঠনের একজন উদ্যোক্তা জানালেন “সাধারণ মানুষ আজ বড় বিপদে । দিন আনা দিন খাওয়া মানুষের এই মুহূর্তে সাহায্য খুব প্রয়োজন । তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ ।”