ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর সাজ-সরঞ্জাম

Social

সোশ্যাল বার্তা: বাড়িতে আনাচে-কানাচে অনেক জিনিস পড়ে থাকে যেগুলো একেবারেই গুরুত্বহীন আমাদের কাছে । সেই জিনিসগুলোকে একটু আগলে রেখে নিজের ভাবনাকে কাজে লাগিয়ে বানিয়ে ফেললেন ছোট্ট ‘কালোবাড়ি’।

নদীয়া জেলার হাঁসখালি থানার বগুলা পূর্ব পাড়ার বাসিন্দা, কৌতুকনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ইথিওপিয়া বিশ্বাস। তিনি জানালেন এই কাজটি করতে তিনি উপকরণ হিসেবে জুতোর বাক্স, রঙ, কাগজ, আঠা ব্যবহার করেছেন । বাড়ির ভেতরে ছোটখাটো জিনিসপত্র‌ও ভরে রাখা যাবে এতে।

তবে এটাই প্রথম নয় এর বাইরেও তিনি নিজে হাতে করেছেন- ফেলে দেওয়া কাগজ দিয়ে বাস্কেট, গাছের ডাল কুড়িয়ে এনে ওয়াল হ্যাঙ্গিং, পুরনো ফেলে দেওয়া তুলি দিয়ে অবয়ব তৈরী, ভাঙা টালিকে একটু রঙ করে সাজিয়ে নেওয়া, জুতোর বাক্স দিয়ে ছোট্ট আলমারী, ফেলে দেওয়া পুজোর ঘট কুড়িয়ে এনে রঙ করে নতুন রূপ দেওয়া ইত্যাদি।

এই প্রসঙ্গে শিক্ষিকা ইথিওপিয়া বিশ্বাস বলেন “আমরা ঘর সাজানোর জন্য অনেক সময়‌ই দোকান থেকে অনেক দামী জিনিস কিনি। সেগুলো অবশ্য‌ই সুদৃশ্য। কিন্তু একটু বাড়ির চারপাশটা তাকালে দেখতে পাব এমন অনেক জিনিস ছড়িয়ে ছিঁটিয়ে আছে যেগুলো দিয়ে অনেক অভিনব জিনিস তৈরী হয়ে যেতে পারে। এমনকি বাড়ির পুরনো আসবাবপত্র ফেলে না দিয়ে নিজের ভাবনাকে কাজে লাগালে এসবের নতুন রূপ আমরা দিতে পারি।”

Leave a Reply