সোশ্যাল বার্তা: বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পালাবদল হয়েছে। বর্তমানে উপদেষ্টা কমিটির সদস্যরা দেশ চালাচ্ছেন। এমতাবস্থায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পুজোর আগে আসছে না পদ্মার ইলিশ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কলকাতার ও জেলার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা।
বাংলাদেশে এই মুহূর্তে ৪০০-৬০০ টাকাতে মিলছে ভালো মানের ইলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ উপহাস করে বলছেন। ফেসবুকে দাম কম বাজারে দাম বেশি।
এর আগেও ২০১২ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। প্রায় ছয় বছর এপার বাংলায় পদ্মার ইলিশ রপ্তানি কার্যত প্রায় বন্ধ ছিল। ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ইলিশ মাছ পাঠায়।সেই থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে বাংলাদেশ সরকার এক মাসের জন্য ৫০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমতি দিত। মাছ ব্যবসায়ীরা জানান, এক মাসের জন্য গড়ে ১০০০ থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারতেন।
গত ৫ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর বদলে যায় ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি। বর্তমানে বাংলাদেশ অন্তবর্তী সরকারের হাতে। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন নতুন বাংলাদেশি সরকারের বাণিজ্য মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে চিঠি লেখে। কিন্তু এখনো উত্তর পাওয়ার যায়নি বলেই সূত্র মারফত জানা গেছে।