মলয় দে নদীয়া:-ঘুর্ণাবর্তের জেরে নদীয়া জুড়ে চলছে ব্যাপক বৃষ্টি। অতি বৃষ্টিতে বিভিন্ন খাল,বিলে জলস্তর বেড়েগেছে। সকাল হতেই এবার ভাগীরথী নদীতে ভেসে আসছে শয়ে শয়ে জাগ দেওয়া পাট। তাতেই চাঞ্চল্য চড়িয়েছে নদীয়ার শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ড এর স্টিমার ঘাট এলাকায়। সকাল হতেই ভাগীরথী নদী দিয়ে একের পর এক জাগ দেওয়া পাটের বোঝা ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসিরা তৎপরতার সাথে সেই পাটের জাগ গুলিকে নিজেরাই উদ্ধার করার কাজ শুরু করে। তবে এই বৃষ্টিতে এই ভাবে পাট ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হল কোন চাষীদের তা জানা যাচ্ছে না।
কার পাট বা কোথা থেকে ভেসে আসছে এই পাটের বোঝা গুলি তা সকলেরই অজানা। তবে যারা পাট গুলিকে উদ্ধার করছেন তারা জানাচ্ছেন একদমই কাঁচা পাট। উপরে শুধুমাত্র কচুরিপানা দেওয়া মাটি বা অন্য কিছু দেওয়া নেই। বর্তমানে তারা এই পাট গুলি উদ্ধার করে জাগ দেবেন, যদি এই পাট গুলির জন্য চাষীরা আসেন এবং পর্যাপ্ত প্রমান দেন এবং রোজের টাকা দেন তাহলে এই পাট গুলি সেই চাষীদের ফিরিয়ে দেওয়া হবে। কারণ তারা শ্রমজীবী মানুষ হয়ে জানেন একজন কৃষকের ফসল উৎপাদন করতে কত কষ্ট তবে উদ্ধার না করে এই পাটের জাগ গুলিকে ছেড়ে দিলে, হয়তো অসাধারণ মতলবের কোন মানুষের হাতে পড়বে তাই সকলে মিলে এই উদ্ধারের চেষ্টা।