নান্দনিকতা ও পরিবেশ ভাবনায় বসন্ত উদযাপন

Social

প্রীতম ভট্টাচার্য্য: লড়াইটা ছিলো আঁকার পাশাপাশি শহরের মানুষের মধ্যে শিল্পবোধ জাগিয়ে তোলা, মানুষ শিল্প ও শিল্পী সম্পর্কে জ্ঞাত করা,মানুষের মধ্যে শিল্পবোধ জাগিয়ে তোলা।

আর এই নান্দনিক শিল্পবোধ জাগিয়ে তুলতে আকৃতি স্কুল অফ আর্ট আর সহযানের সকল সদস্যদের উদ্যোগে দঃ ২৪ পরগনার বোড়ালে বসন্তকে উদযাপন করলো একদল শিল্পীমন।

আঁকাছবির পাশাপাশি, ফিল্মশো,ছোটোদের নাচ গান, দেওয়াল অঙ্কন, পাবলিক আর্ট, সবকিছুর আয়োজন ছিলো ছোটোদের মধ্যে পরিবেশ ভাবনা। শুধু পেন্সিল বা রঙে আঁকা ছবি নয়,তার পাশাপাশি ছিলো রকমারি শিল্পকাজ।

একটা গোটা পাড়ার পরিবেশ হয়ে উঠেছিলো রঙতুলির একটুকরো বসন্তশৈলী।

Leave a Reply