দেবু সিংহ,মালদা:- টাঙ্গন নদীর জলসেচ প্রকল্প বন্ধ হয়ে রয়েছে অন্তত দেড় মাস। জল না পেয়ে ধানের ক্ষতি হচ্ছে। অন্তত চারশো বিঘে জমি মার খাচ্ছে জলের অভাবে। মালদার হবিবপুরে মাথায় হাত কয়েকশো চাষীদের।
মালদার হবিবপুরের আইহোর বক্সীনগরে রয়েছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তরের জলসেচ প্রকল্প। টাঙ্গন নদী থেকে জল তুলে পাইপ লাইনের মাধ্যমে এই প্রকল্পে জল পৌঁছয় আশপাশের এলাকায় অন্তত চারশো বিঘে কৃষি জমিতে। কিন্তু, গত দেড় মাস ধরে এই প্রকল্পে এক ফোঁটা জলও পৌঁছায়নি কোনও কৃষি জমিতে। ফলে মাথায় হাত কৃষকদের। অনেকেই সরকারি ঋণ নিয়ে চাষবাস করেন। এখন জলের অভাবে এবারের মরশুম নষ্ট হয়ে যাওয়ার মুখে। চাষীদের অভিযোগ, মেরামত করার কথা বলে দেড়মাস আগেই এই জলসেচ প্রকল্পের পাইপলাইন বেশ কয়েক জায়গায় খুলে ফেলা হয়। এরপর তা আর চালু হয়নি। এই জলসেচ প্রকল্পের মাধ্যমে আইহো, বক্সীনগর, চাচাইচন্ডী, প্রভৃতি এলাকার কৃষকেরা চাষের জল পেতেন। এখন সবই বন্ধ। জলের বিকল্প কোনও উৎস নেই বিস্তীর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে অবিলম্বে জলের যোগানের দাবি করেছেন কৃষকেরা।
ওই এলাকায় কৃষি জমিতে জলসংকটের কথা স্বীকার করেছে জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তর। তবে তাঁদের সাফাই, জলপ্রকল্প মেরামতের কাজ চলছে। দীর্ঘদিনের পুরনো ওই প্রকল্প ভেঙেচুরে গিয়েছিল।
এখন কাজ শুরু হয়েছে। ওই প্রকল্প চালু করতে অন্তত আরও এক সপ্তাহ সময় লাগবে।