তমলুক : সতীর ৫১ পিঠের একপীঠ বলে পরিচিত তমলুকের বর্গভীমা মন্দিরে মঙ্গলবার পূজো দিয়ে তমলুক শহরে প্রচার শুরু করলেন তমলুক বিধানসভার বিজেপি প্রার্থী ডাঃ হরেকৃষ্ণ বেরা। সঙ্গে ছিলেন তমলুক নগর মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা।
মন্দিরে পূজো ও অঞ্জলি দেওয়ার পর তিনি তমলুকের রামকৃষ্ণ মঠে যান। তারপর প্রার্থনার পর তমলুকের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে প্রচার করেন। তিনি জানান জেতার ব্যাপারে আশাবাদী।