ওয়েব ডেস্ক: মাউন্ট এভারেস্ট জয় করতে সুস্থ স্বাভাবিক মানুষেরাই হিমশিম খান, সেই পর্বত শিখর ইনি জয় করেছেন কৃত্রিম পা নিয়ে! শুধু তাই নয়, তাঁর স্বপ্ন ছিল সবকটি মহাদেশের সর্বোচ্চ শিখরগুলি জয় করা; সেটাও করে ফেলেছেন।
অরুণিমা সিনহা; জন্ম উত্তর প্রদেশের লখনৌয়ের কাছে আম্বেদকর নগরের আকবরপুরে। অরুণিমা ফুটবল খেলতে পছন্দ করতেন এবং একজন জাতীয় ভলিবল খেলোয়াড়ও ছিলেন।
তিনি আধাসামরিক বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি CISF থেকে একটি কল লেটার পেয়েছিলেন এবং দিল্লিতে ভ্রমণ করার সময় এমন এক মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হন, যা তাঁর জীবনকে অন্য মোড়ে এনে দাঁড় করায়। ডাকাতরা তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়।
ঘটনাটি বর্ণনা করে তিনি বলেন, “আমি বাধা দিয়েছিলাম এবং তারা আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। নড়তে পারছিলাম না। মনে আছে, একটা ট্রেন আমার দিকে ধেয়ে আসছিল। উঠার চেষ্টা করলাম। ততক্ষণে ট্রেনটা আমার পায়ের উপর দিয়ে চলে গেলো। এর পর আর কিছু মনে নেই।”
তিনি ট্র্যাকের উপর পড়ে যান এবং গুরুতর আঘাতের কারণে নড়াচড়া করতে অক্ষম হন। উল্টোদিক থেকে আসা একটি ট্রেন হাঁটুর নিচ দিয়ে তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর পা এবং শ্রোণীতে আঘাতের সাথে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তাঁর জীবন বাঁচাতে পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন, ফলে তিনি তাঁর একটি পা হারান।
১৮ এপ্রিল ২০১১ তাঁকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আনা হয়। এখানে চার মাস কাটান তিনি। দিল্লি-ভিত্তিক ভারতীয় কোম্পানি তাঁকে বিনামূল্যে একটি কৃত্রিম পা প্রদান করেছিল।
এতকিছুর পরেও হার মানেননি তিনি। মনস্থির করেছিলেন সবকটি মহাদেশের সর্বোচ্চ চূড়ায় তিনি আরোহণ করবেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন। আর সেই লক্ষ্যের দিকে এগিয়েও গেছেন তিনি। ২০১৪ সালের মধ্যে উনি ছয়টি শিখর জয় করে ফেলেন, যা হল এশিয়ায় মাউন্ট এভারেস্ট, আফ্রিকায় কিলিমাঞ্জারো, ইউরোপ-এ এলব্রুস পর্বত, অস্ট্রেলিয়ায় মাউন্ট কস্চিয়স্কো, দক্ষিণ আমেরিকায় অ্যাকনকাগুয়া পর্বত ও ওশেনিয়ার পুঞ্চাক জায়া। ২০১৯ সালের ৪ জানুয়ারি উনি অ্যান্টার্কটিকার ভিনসন স্তূপপর্বত জয় করেন।
২০১৫ সালে, ভারত সরকার তাঁকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করে।
ছবি তথ্য: ফেসবুক