নদী বাঁচাতে অঞ্জনার উৎসস্থলে প্রতীকি খননের মাধ্যমে প্রতিবাদ পরিবেশ কর্মীদের

Social

মলয় দে নদীয়া:-নদীয়া জেলার প্রাচীন নদী গুলির মধ্যে অন্যতম কৃষ্ণনগরের অঞ্জনা নদী। রবিবার কৃষ্ণনগরে জলঙ্গী নদীর তীরে, যেখানে অঞ্জনার শুরু, সেখানে সমবেত হয়েছিল নদী পরিবেশ আন্দোলনের কর্মীরা। পরিবেশ কর্মীরা জানান, “কিছু অসাধু ব্যক্তি অঞ্জনার উৎস্যস্থল বন্ধ করে দিয়ে নদীতে জল ঢোকার পথ আটকে দিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য নদী কর্মীরা সেই মাটি কোদাল দিয়ে প্রতীকি খনন করে দিল”।

পরিবেশ কর্মীরা আরো বলেন, ইতিপূর্বেও এমন খনন করা হয়েছিল। বারবারই মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। অঞ্জনা নদী বাঁচাতে গেলে এখান থেকে কিছুটা জায়গা খনন করে খালের সঙ্গে মিশিয়ে দিলেই জল চলাচল শুরু হয়ে যাবে। প্রশাসনের কাছে আবেদন করেন বিষয়টি যাতে দেখা হয়।

আজ অঞ্জনা নদী বাঁচাও কমিটির আহবানে এই উদ্যোগে সামিল ছিল জলঙ্গী নদী সমাজ, কৃষ্ণনগর ঐকতান, দোগাছি মৎস্যজীবি সমবায় সমিতি ও কিশোর বাহিনীর নদী বন্ধুরা।
নদী কর্মীদের পক্ষ থেকে ডা. কৌশিক সরকার, আমির চাঁদ সেখ, বিশ্বজিত বিশ্বাস, অরিন্দম দেব, সূজয় ঘোষ, দীপক রায় প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Leave a Reply