মলয় দে, নদীয়া:-মারিসদা থানার দইসাই বাস স্টান্ডের অদূরে বাস ও পর্যটকদের গাড়ি মুখোমুখি সংঘর্ষ।জানা যাচ্ছে, একটি বেসরকারি হাওড়া গামী বাস ও কলকাতা থেকে আসা মারুতি করে আসা পর্যটকদের গাড়ি ১১৬বি জাতীয় সড়কে দইসাই বাস স্টান্ডের অদূরে সংঘর্ষ হয়।
এদিন সকালের এই ঘটনায় বেশ কয়েকজন পর্যটকের মৃত্যুর হয়েছে বলে সূত্রের খবর । ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে দুটি গাড়ি উদ্ধার করেছে মারিসদা থানার পুলিশ। জানা গিয়েছে দিঘাগামী নদীয়ার ৪ পর্যটকের মৃত্যু হয়েছে। পরশু বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না চারজনের । মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত শিমুলিয়া ও নারানপুরের তিন যুবক সহ গাড়ির ড্রাইভার এর।তিনজন যুবকের বাড়ি শিমুলিয়ায় একজনের বাড়ি নারানপুরে। ভীমপুর থানার অন্তর্গত।রাত দশটার সময় তারা দীঘার উদ্দেশ্যে রওনা হয় দীঘার আগেই তাদের গাড়ি এক্সিডেন্ট হয় তাতে তিন যুবকের মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় শোকের ছায়া শিমুলিয়া এবং নারায়ণপুরে। দুর্ঘটনায় যমৃত্যু হয় সুমন ঘোষ বয়স ২৫, শুভ্র সাহা,বয়স ২৫, শুভঙ্কর ঘোষ বয়স ২৫, এবং তাপস কর্মকার নামে এক যুবকের। ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবার সহ এলাকায়।
এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং সপ্তাহে দুইদিন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়ার জন্য পুলিশকে নির্দেশে দিয়েছেন। গাড়ি চালক পেশাগ্রস্ত অবস্থায় ছিল কিনা সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন।