নিউজ সোশ্যাল বার্তা : ৩৫ তম নদীয়া বইমেলা রঙীন। নদীয়া বইমেলার প্রদর্শনী কক্ষ মনমোহন ঘোষের নামে উৎসর্গ করা হয়। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তাঁর এই বসতবাড়িটি কলেজিয়েট স্কুলকে দান করেন।
আর এই মাঠেই এবার ৩৫ তম নদীয়া বইমেলা শুরু হয়।বই এর ষ্টলের পাশাপাশি সেমিনার হল, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটোদের বসে আঁকো প্রতিযোগিতা ও প্রদর্শনী কক্ষ।
প্রদর্শনী কক্ষে চলে শিল্পী হাতে আঁকা ছবির প্রদর্শনী।এবার প্রদর্শনীকক্ষের তত্বাবধানে ছিলো কৃষ্ণনগর চারুকলা সোসাইটি,তাদের শিল্পীদের চিত্রকলা মেলার আলাদা আকর্ষণ।চিত্রকলার পাশাপাশি, সড়া চিত্র, নদী বাঁচাও ইন্টলেশন, কর্মশালা,ছোটোদের ছবি ও ফটোগ্রাফি রঙীন করে তোলে মেলাকে।
আরো নান্দনিক করে ৭ফুট একটি ক্যানভাসে ১২ জন শিল্পীর ছবি। প্রদর্শনী দেখতে আসা মানুষের এই ছবি মন জয় করে নেয়।প্রদর্শণী কক্ষে এই শীতের সন্ধ্যায় মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মত।