অক্ষয় তৃতীয়ায় রবীন্দ্র নিকেতন ভবনে মানবিক উদ্যোগ

Social

সোশ্যাল বার্তা:  অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে কেউ কেউ নতুন পোষাক পরে,কেউ বা দোকানের পুজো বা বাড়িতে জমিয়ে খাবার খাওয়ার জন্য মজে।ঠিক তখনি অশোকনগর পৌরসভা পরিচালিত রবীন্দ্র নিকেতন ভবনে সমাজে ছিন্নমূলে থাকা মানুষদের কথা চিন্তা করে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হল।

দুপুরে মধ্যাহ্নভোজ করানো হল।মেনুতে ছিল ভাত,ডাল, চিপস,পটল পোস্ত,পনির এবং শেষ পাতে পাঁপড়,চাটনি ও মিস্টি।সেইসাথে তাদের হাতে ফল তুলে দেওয়া হয়।প্রখর রোদে যখন সাধারন মানুষের জীবন অতিষ্ঠ,সেই কথা চিন্তা করে ঠান্ডা পানীয় ও দেওয়া হয়।রবীন্দ্র নিকেতন ভবনে থাকা মানুষদের নিজেদের পচ্ছন্দমত চাহিদা পূরণ করতে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়।আজকের এই অনুষ্ঠানটি বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাকে মনে করে “ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান”।সাংবাদিক মানসিকতায় ধরা দিতে পারে সমাজসেবার ধর্ম সেটাই আজ বাস্তবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেল।পেশায় সাংবাদিক,মননে সমাজসেবা তরুন নন্দী মহাশয়ের।তাই তার মাতা শ্রীযু্ক্তা মঞ্জু নন্দী সহ পরিবারের ছোট থেকে বড় সকলেই উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ন হয়।সেইসাথে পারিবারিক বন্ধু হিসাবে উপস্থিত ছিল সাংবাদিক অমর চক্রবর্তী এবং উদয় শঙ্কর দাস এর মত মানুষেরা।আর আমি তাদের সকলের ভালোবাসায় এই শুভ উদ্যোগে ছিলাম পাশাপাশি।

Leave a Reply