দেবু সিংহ,মালদা: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল বিএড কলেজের এক শিক্ষকের । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার করকচ এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ওইদিন রাতে পায়ে হেঁটেই রাস্তার ধার দিয়ে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষক। কিন্তু পিছন দিক থেকে একটি বেপরোয়া অজানা গাড়ি ওই শিক্ষককে ধাক্কা মেরে এলাকা থেকে পালিয়ে যায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাতে থাকেন ওই শিক্ষক। পরে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষককে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম প্রীতম মন্ডল (২৯)। তার বাড়ি গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের আহোরা এলাকায়। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার একটি বেসরকারি বিএড কলেজে শিক্ষকতা করতেন। এই দুর্ঘটনায় মৃত শিক্ষকের পরিবার এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক গাড়িটিকে আটক এবং চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকেরা।