মলয় দে নদীয়া:- বিয়ের বাকি হাতে মাত্র দু’দিন গায়ে হলুদের আগের দিনি ঘটে গেল বড়সড়ো-বিপত্তি দুই বন্ধু গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল একজন অপরজনকে উদ্ধার করা গেলেও আরেকজন তলিয়ে যায় গঙ্গার জলে।
ঘটনাটি কল্যাণী চশরাটি গঙ্গার ঘাটের ঘটনা, ঘটনায় শোকের ছায়া পরিবারে মৃতর পরিবার সূত্রে খবর দুই বন্ধু একসাথে দুপুর নাগাদ এসেছিল গঙ্গায় স্নান করতে। তারপরেই ঘটে এমন ঘটনা জানা যায় মৃত যুবকের বাড়ি কল্যাণী সাঁতরাপাড়া এলাকায় বয়স ২৭ নাম সালাল আলী মন্ডল যদিও ডুবে যাওয়ার খবর পেতেই ঘটনাস্থলে আসে পর্যায় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা যদিও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও যুবকের দেহ পাওয়া যায়নি এখনো চলছে, তল্লাশি অভিযান।