মলয় দে, নদীয়া:-” খেলা হবে দিবস” পালনের জন্য জেলায় গতকাল দিনভর উৎসাহ ছিল তুঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। তাছাড়াও পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ক্লাব সংগঠন হাতে তুলে দেওয়া হল ফুটবল।
শান্তিপুর ব্লকের ফুলিয়ায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর উদ্যোগে সরকারি নথি ভুক্ত ক্লাব কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল। শান্তিপুর ব্লক অফিসার বলেন সরকারি নথি ভুক্ত ৬২ টি ক্লাবের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়। উদীয়মান বেশকিছু ক্লাবে ফুটবল পাওয়ার পর খেলার প্রতি আগ্রহ বাড়বে, যা যুব সম্প্রদায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখবে।
অন্যদিকে প্রাপক ক্লাবগুলির পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জানানো হয়, খেলার প্রতি আগ্রহ অনেকটাই কমে গিয়েছিলো, তা আবার পুনরুদ্ধার ঘটছে সরকারি এ ধরনের বিভিন্ন উদ্যোগের কারণে।