বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরাতে ১৪৪ বর্গফুটের লুডো তৈরি করলেন এক দর্জি ব্যবসায়ী

Social

মলয় দে নদীয়া :-বর্তমান প্রজন্ম আসক্ত হয়ে পড়েছেন মোবাইলে, আর এই মোবাইল থেকে চোখ ফেরাতে সাত বছর ধরে কাজের ফাঁকে ফাঁকে ১৪৪ বর্গফুটের কাপড় দিয়ে তৈরি করলেন লুডো। গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। স্বস্তি পেতে গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন গাছের তলায় ১৪৪ বর্গফুটের লুডো পেতে খেলছেন কচিকাঁচা থেকে বড়রা এমনই দৃশ্য নজরে এলো আমাদের। নাম অভয় কুমার বিশ্বাস বয়স ,আনুমানিক ৪৫ বছর, রানাঘাট তাহেরপুর কৃষ্ণনগর রোডে ভাঙ্গা লাইন বাজারে একটি দর্জি দোকান রয়েছে তার।

জানা যায় দর্জি ব্যবসায়ী অভয় কুমার বিশ্বাস প্রথমে তিনি একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন , তা হারিয়ে ফেলেছেন। এরপর 2016 সালে ফের আবার লুডো তৈরি করার কথা মাথায় আসে। এরপর ১৪৪ বর্গফুটের একটি লুডো তৈরির পরিকল্পনা করেন দর্জি ব্যবসায়ী । দীর্ঘ প্রায় কাজের ফাঁকে ফাঁকে সাত বছরের প্রচেষ্টায় অবশেষে সফল হন তিনি। শিল্পী জানান সমাজের নতুন প্রজন্মকে সচেতন করতে এই বার্তা। তবে তার এই কাজে ভুয়ো প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টজন। তবে ১৪৪ বর্গফুটের এই লুডো ,যা আজ স্বীকৃতির দোরগোড়ায়।

Leave a Reply