মলয় দে নদীয়া :- চাকদহে প্রচারের ঝড় তুললেন বাম প্রার্থী অলকেশ দাস। আসন্ন লোকসভা নির্বাচনে নদীয়ার রানাঘাট কেন্দ্রে এবার সিপিএমের হয়ে নির্বাচনি লড়াই করছেন দুবারের নির্বাচিত সাংসদ বর্তমানে প্রাক্তন সাংসদ অলকেশ দাস।নাম ঘোষণা হতেই বাম কর্মীদের উৎসাহ ছিল জেলা জুড়ে।এদিন প্রথম তিনি চাকদহ অঞ্চলে ভোটের প্রচার করলেন।
এদিন সুসজ্জিত ভাবে চাকদহ পৌরসভার ও ব্লক অঞ্চলে প্রচার সারলেন এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ করলেন।
একদিকে কেন্দ্রীয় সরকার ও অপরদিকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল বাম প্রার্থী অলকেশ দাসকে। এদিন অলকেশ দাস চাকদহে প্রবেশ করতেই বাম কর্মীদের উৎসাহ চোখে পড়লো।এদিন বাম প্রার্থী বলেন মানুষ আমাদের দুহাতে আশির্বাদ করছেন।গঙ্গার ভাঙন দিয়ে শুরু করেছিলাম,গঙ্গার ভাঙনের মতোনই বিজেপি ও তৃণমূল ভাঙছে। জেতার ব্যাপারে তিনি অনেকটাই আশাবাদী।