সোশ্যাল বার্তা: জলের অপর নাম জীবন। জল প্রাকৃতিক সম্পদ হিসাবে আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। দৈনন্দিন কাজের জন্য যে জল ব্যবহার করা হয় তার বেশিরভাগই আসে ভূগর্ভ থেকে। স্বাস্থ্যকর জীবনধারা বাঁচিয়ে রাখতে হলে বাঁচাতে হবে এই প্রাকৃতিক সম্পদকেও।
জল বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের সদস্যদের উদ্যোগে বিদ্যালয়ে কিছুদিন ধরে চলছে এই বিষয়ে বিভিন্ন মডেল প্রস্তুত করা। ছোট ছোট ছেলেদের এই বিষয়ে আগ্রহ বাড়াতে মডেল তৈরির দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার বিদ্যালয়ের পক্ষ থেকে সেগুলি পরীক্ষা করা হয় এবং আলোচনা করা হয় ছাত্রছাত্রীদের সঙ্গে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান বলেন “ছাত্র-ছাত্রীরা যাতে জল অপচয় না করে এবং জলের গুরুত্ব যে অসীম সেই ধারণা তৈরি করতেই আমাদের বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের এই উদ্যোগ”।
বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় বলেন “ছাত্র-ছাত্রীরা যাতে বাড়িতেও এই বিষয়ে আলোচনা করে সেই জন্য ছাত্র-ছাত্রীদেরকেও প্রচার করতে বলা হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগে”।