দেবু সিংহ,চাঁচল: রবিবাসরীয় সকালে সরকারি বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক সবজি বিক্রেতা। রবিবার সকাল ৮ টা নাগাদ ঘটনাটি ঘটে মালদহের চাঁচলের চাঁচল -আশাপুর রাজ্য সড়কের হাসপাতাল মোড় এলাকায়। বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সবজি বিক্রেতার, দুর্ঘটনার পরই ঘটনাস্থল বাস নিয়ে চম্পট দেয় চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম বেলাল হোসেন বয়স ৬০ বছর। বাড়ি মালদহের চাঁচল থানার গলিম পূর এলাকায়। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো আজও তিনি গালিম পূর থেকে সাইকেলে সবজি বোঝাই করে চাঁচলের কৃষক বাজারে আসছিলেন সবজি বিক্রি করতে। ঠিক সেই সময় চাঁচলের হাসপাতাল মোড়ে উঠার সময় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি সরকারি বাস সেই সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাসের ধাক্কায় ছিটকে পড়েন ওই সবজি বিক্রেতা। তৎক্ষণাৎ সেখানেই প্রাণ হারান তিনি। ঘটনায় স্থানীয়রা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহের চাঁচল থানার পুলিশ। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে সরকারী বাস নিয়ে চম্পট দেয় বাস চালক।
মৃত ব্যক্তির ভাই রেজাউল করিম বলেন, প্রত্যেক দিনের মত দাদা আজও সাইকেলে সবজি নিয়ে চাঁচলের কৃষক বাজারে আসছিলেন, হাসপাতাল মোড়ে আসার সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা চাঁচল ডিপোর একটি সরকারি বাস দাদাকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় দাদা প্রাণ হারান। প্রতিদিন আমরা লক্ষ্য করছি চাঁচল ডিপোর বাসগুলি খুব দ্রুতগতিতে যায়। দ্রুত গতিতে চলার কারণে আমরা আজ আমার দাদার কে আমরা হারালাম।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চাঁচোল ডিপোর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।