কোটায় আটকে পড়া পড়ুয়াদের ফেরাবে রাজ্য টুইট বার্তায় মুখ্যমন্ত্রী

Social

নিউজ সোশ্যাল বার্তা : সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। লকডাউনের জেরেই দেশের নানা প্রান্তে বাংলার বহু মানুষ আটকে পড়েছেন। তাঁদের ফেরাতে যথাসম্ভব চেষ্টা করবে রাজ্য সরকার। সোমবার টুইটে এই আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে, লকডাউনে ভিন রাজ্যে আটকা বাংলার পরিয়ায়ী শ্রমিকদের সহায়তার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সাহায্য করেছেন এই পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদরেও।

পর পর দুটি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটক রাজ্যবাসীকে ফেরাতে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে আমি সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছি। আমি যতক্ষণ রয়েছি, ততক্ষণ কোনও রাজ্যবাসী যেন অসহায় বোধ না করেন। এই কঠিন সময়ে আমি আপনাদের সঙ্গে আছি।’

মুখ্যমন্ত্রীর দাবি অনুসারে, ‘আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বিষয়টি দেখছি ও সবাই যাতে সহায়তা পান তা নিশ্চিত করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সেই উদ্যোগ শুরু হয়ে গিয়েছে।’ রাজস্থানের কোটায় আটকে রয়েছেন এ রাজ্যের বহু পড়ুয়া। এদিন তাদের কথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, ‘রাজস্থানের কোটায় বাংলায় যেসব পড়ুয়া আটকে পড়েছে তারা দ্রুত রাজ্যের উদ্দেশে যাত্রা শুরু করবেন।’

৩রা মে-র পর লকডাউনের ভবিষ্যত রূপরেখা স্থির করতে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন মুখ্যমন্ত্রী। তার আগেই তিনি রাজ্য সরকারের মানবিক উদ্যোগের কথা ঘোষণা করেন।

Leave a Reply