কৃষ্ণনগর বসন্ত উৎসবে এবার ফসিলস্

Social

সোশ্যাল বার্তা: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বসন্ত উৎসব এর মধ্যে এক ব্যতিক্রম বসন্ত উৎসব আয়োজন করে “উড়ান”। এই বসন্ত উৎসব “কৃষ্ণনগর বসন্ত উৎসব” নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ কৃষ্ণনগর বসন্ত উৎসবে শামিল হয়। তবে সারা বছর ধরেই নানা রকম সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকে এই সংগঠনটি। ২০২৪ সালের কৃষ্ণনগর বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে কৃষ্ণনগরের রাধানগরের কারবালা মাঠে। ১৫ই মার্চ শুরু হচ্ছে এই উৎসব শেষ হবে ১৭ই মার্চ। এই তিন দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন সন্ধ্যায় রয়েছে বাংলা ব্যান্ড। তৃতীয় দিন অর্থাৎ ১৭ ই মার্চ বাংলা ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম ফসিলস তাদের সংগীত পরিবেশন করবেন। রুপম ইসলামের অপেক্ষায় এখন কৃষ্ণনগরের মানুষ। সংগঠনের অন্যতম অনুপ কুমার বিশ্বাস জানান “তিন দিনের সাধারণ টিকিট একত্রে করা হয়েছিল ৩০০ টাকা। এছাড়া ছিল ভিআইপি টিকিট। মানুষ যাতে সহজেই টিকিট পেতে পারে তার জন্য আমরা ‘বুক মাই শো’ থেকে টিকিট দিয়েছি। এছাড়াও বিভিন্ন জায়গায় টিকিট বিক্রি হয়েছে। ভিআইপি এবং চেয়ার সেগমেন্ট টিকিট পুরোপুরি ভাবে শেষ হয়ে গেছে ইতোমধ্যে। সাধারণ টিকিটের মধ্যেও ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। প্রতিবছরের মতো এবছরেও বসন্ত উৎসবে শামিল হবে কৃষ্ণনগর সহ রাজ্যের মানুষ”।

Leave a Reply