মোবাইল হারিয়ে তিনটি ব্যাংকে জমানো সাড়ে চার লক্ষ টাকা খোয়ালেন এক শিক্ষক

Social

মলয় দে নদীয়া:- এখন মোবাইল ফোন সবাই ব্যাবহার করে তাই আজকেই সাবধান হয়ে যান নাহলে এই বিপদ আপনার সাথেও হতে পারে। কি অবাক হচ্ছেন। এই ডিজিটালের যুগে আরও বিপদ বাড়িয়েছে। কেন বলছি এই কথা আমরা তাহলে শুনুন। মোবাইল ফোন হারিয়ে যাবার পর অভিনব পন্থায় গ্রাহকের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাড়ে চার লক্ষ টাকা খোয়া গেল এক শিক্ষকের।

ঘটনাটি ঘটে নদীয়ার রানাঘাট থানার নবপল্লী এলাকায়। অভিযোগ পেশায় সুকুমার সিকদার ঘোলা হাই স্কুলের প্রধান শিক্ষক। গত ৫ই নভেম্বর বাজার করতে যাওয়ার সময় তার পকেট থেকে মোবাইল ফোনটি খোয়া যায় তারপরেই সঙ্গে সঙ্গে বেসরকারি ব্যাংকের কাস্টমার কেয়ার বিভাগে ফোন করে জানান সমস্ত ট্রানজাকশন বন্ধ করে দিতে। পরদিন ছয় তারিখ তিনি একটি নতুন সিম নেবার পর মোবাইল ফোনে পরপর মেসেজ আসে এরপর ব্যাংকে গিয়ে ট্রানজাকশন তুলতেই চক্ষু চরক গাছ, কমপক্ষে ৩০ টি ট্রানজাকশন এর মাধ্যমে তার একাউন্ট থেকে সাড়ে চার লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। প্রথমে রানাঘাট থানা তারপর কল্যাণীর সাইবার ক্রাইম থানাতে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত ওই টাকা ফেরত পাননি। এখানে কোনরকম ওটিপি যে কোন রকম কোন ফোন আসেনি। অভিনব এই পন্থায় রীতিমতো দুশ্চিন্তায় সিকদার পরিবার।

Leave a Reply